চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ চরম পর্যায়ে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ। দেশের মানুষ গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এ থেকে জনগণকে বাঁচাতে হলে সম্মিলিত আন্দোলনের বিকল্প নেই। তিনি গতকাল রোববার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এমনিতে করোনা পরিস্থিতির কারণে অসংখ্য মানুষ আজ চাকরি হারা। ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। এমন পরিস্থিতিতে বর্তমান মুনাফাখোর অবৈধ সরকারের সিন্ডেকেটের কারসাজিতে দ্রব্যমূল্য প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তিনি অবৈধ দানব সরকারের সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই বলেই প্রশাসনের জবাবদিহি নেই। যে দেশে প্রধান বিচারপতি থাকা অবস্থায় একজন বিচারপতিকে দেশ ছেড়ে যেতে হয় সে দেশে বিচার চাওয়াটাও হাস্যকর।
চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।