দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আর রাজনৈতিক অস্থিরতার অবসান চাই

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ৯:৫৮ পূর্বাহ্ণ

ডিম, পিঁয়াজ, আলু, শাকসবজিসহ নিত্যপণ্যের পাগলা ঘোড়ার পায়ে যখন নগরবাসী অতিষ্ঠ ঠিক তখনই ‘মড়ার উপর খাঁড়ার ঘাঁ’ হিসেবে নগরবাসীর স্বাভাবিক জীবন যাপনের ছন্দপতনে ব্যাঘাত ঘটাতে নেমে এসেছে হরতাল অবরোধের মত রাজনৈতিক অস্থিরতা। ব্যবসায়ীরা যেখানে কোনও কারণ ছাড়াই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করছে সেখানে বিরোধী দলগুলো হরতাল অবরোধ ডেকে তাদের হাতে মূল্যবৃদ্ধির অজুহাত তুলে দিয়ে মানুষের জীবনযাত্রাকে আরো অতিষ্ঠ করে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় হরতাল অবরোধে পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা বিনা কারণে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অন্যদিকে রাজনৈতিক অস্থিরতায় যন্ত্রণাময় জীবন থেকে রক্ষার জন্য আমরা সরকার ও বিরোধীদলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চাই এবং হরতাল অবরোধের মত কর্মসূচি পরিহার করে নগরবাসীকে স্বাভাবিক জীবন যাপনে সহযোগিতা কামনা করছি।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সিস থম্পসন : রহস্যবাদী ইংরেজ কবি
পরবর্তী নিবন্ধজীবন ফুরিয়ে গেলে আমায় দেখে যেও বন্ধু