দ্বিতীয়বারে ফ্ল্যাটের নিবন্ধন ফি ২ শতাংশ করার দাবি

আবদুল কৈয়্যূম চৌধুরী

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

বাজেটে দ্বিতীয়বারে ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান আবদুল কৈয়্যূম চৌধুরী। তিনি বলেন, বর্তমানে পুরনো ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রেও নতুন ফ্ল্যাটের ফি’র সমান রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। ফ্ল্যাটের দ্বিতীয়বার কিংবা পরবর্তী সময়ে বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি অনধিক ২ শতাংশ করা উচিত। এতে রিয়েল স্টেট সেক্টরে পুরনো ফ্ল্যাট বিক্রির একটি সেকেন্ডারি মার্কেট তৈরি হবে। সেক্ষেত্রে আবাসন খাতে অর্থের যোগান বাড়বে।
তিনি বলেন, অনেকদিন স্থবির থাকার পর আবাসন খাত যখন নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল তখন মহামারি আঘাত করে। গত দেড় বছর ধরে করোনাকালীন আবাসন খাত নতুন করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসন খাতকে বাঁচাতে হলে সরকারি সহযোগিতা প্রয়োজন। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে এর প্রতিফলন রাখতে হবে। বিশেষ করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগটি যাতে চলমান থাকে সেই পদক্ষেপ নিতে হবে।
চট্টগ্রামে আবাসন ব্যবসায়ীদের এ নেতা বলেন, আশেপাশের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় অত্যধিক বেশি। বাজেটে সেটি কমানোর উদ্যোগ নিতে হবে। তাছাড়া মধ্যবিত্ত গ্রাহকদের জন্য রিহ্যাবের পক্ষ থেকে সরকারের কাছে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল দাবি করেছিলাম। যেখান থেকে মধ্যবিত্ত গ্রাহকরা ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিতে পারেন। সরকার উদ্যোগী হলে কোভিড পরবর্তী সময়ে আবাসন খাত নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধআবাসন খাতকে শহরের বাইরে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধফ্ল্যাট কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা দেওয়া উচিত