লোহাগাড়ার বড়হাতিয়ায় দোকান থেকে ময়দা কিনে ঘরে ফেরার সময় দেয়াল চাপায় নিহত হয় ৮ বছরের শিশু তানিশা আক্তার। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল আলিম সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু তানিশা ওই এলাকার মোহাম্মদ রফিকের কন্যা ও বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির অদূরে মুদি দোকানে ময়দা কিনতে যায় তানিশা। তখন স্থানীয় মোজাম্মেলের বসতঘরের সীমানা প্রাচীরের ভিতর পাওয়ার টিলার নিয়ে কাজ করছিলেন এক শ্রমিক। পাওয়ার টিলার ঘুরাতে গিয়ে অসাবধান বশত সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাচীরের কিছু অংশ ভেঙে চলাচলের রাস্তায় গিয়ে পড়ে। এ সময় ময়দা নিয়ে ঘরে ফেরার পথে পথচারী শিশু তানিশা প্রাচীরের নিচে চাপা পড়ে গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই শিশির বিন্দু ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। কারো কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।