সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার কল্যাণেই সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। সরকারের বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি। এ জনশক্তি তৈরি করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইউসেপ। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সাধারণ ও কারিগরি প্রশিক্ষণ এবং শোভনকর্মে সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি গতকাল নগরীর কালুরঘাটস্থ এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল থেকে আইএলও স্কিলস-২১ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে এমপ্লয়মেন্ট কিটস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউসেপ চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সিনিয়র কর্মকর্তা আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের প্রধান আবু ছালেহ, ছাত্রছাত্রীদের পক্ষে মো. নুরুল হুদা, রবিউল হাসান, মো. ফোরকান হোসেন। উপস্থিত ছিলেন মো. নুর মোহাম্মদ তালুকদার, মো. জসীম উদ্দীন, সাইফুল আজম, মো. মামুনুর রশীদসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন ছাত্র/ছাত্রীর মাঝে এমপ্লয়মেন্ট কিটস বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।