দেশে ওমিক্রনের আরও ২ রোগী শনাক্ত

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে আরও দুজন কোভিড রোগীর দেহে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে ওমিক্রনের মোট চারজন রোগী ধরা পড়ল, যে ভ্যারিয়েন্ট এরইমধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। এর আগে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। খবর বিডিনিউজের।
জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) নতুন দুজন রোগী শনাক্তের খবর জানিয়েছে। নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ। জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, তাদের একজনের নমুনার জিনোম সিকোয়েন্স করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। সোমবার ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) আরেকজনের নমুনার জিনোম সিকোয়েন্স জিআইএসএআইডিতে আপলোড হয়।
সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, যে দুজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তারা দুজনই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছিলেন। তাদের বাড়ি ঢাকায়। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত বিদেশ ফেরত হলে আমরা জিনোম সিকোয়েন্সিং করি। এগুলো সে ধরনেরই স্যাম্পল। তারা করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর স্যাম্পল নিয়ে সিকোয়েন্স করা হয়েছিল। একটা সিকোয়েন্সিং করেছে আইসিডিডিআরবি আরেকটা আইদেশি করেছিল। আমরা জিনোম সিকোয়েন্সিং পেলে জিআইএসএআইডিতে আপলোড করে দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটক ধর্ষণ মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাড়বকুণ্ডে তূর্ণা নিশীথার সাথে ট্যাংক লরির সংঘর্ষ