দেশে আরো ১৭৭ রোগী শনাক্ত, মৃত্যু ৫

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

ওমিক্রন ভ্যারিয়েন্টের রোগী শনাক্তের খবর আসার দিনে দেশে নতুন করে ১৭৭ জন কোভিড রোগী ধরা পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে মারা গেছে পাঁচজন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ১৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা জানানো হয়। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। গত এক দিনে যে পাঁচজন মারা গেছেন, তারা সবাই নারী। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ২২ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ১৩ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ৩৪ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
শনিবার দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ১১২ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন। অথচ এই বছরের মাঝামাঝিতে এই সংখ্যা লাখের উপরে ছিল। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৪৯ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৮৪ শতাংশেরও বেশি। দেশের ৪৯ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। গত ২৪ ঘণ্টায় যে পাঁচ নারী মারা গেছে, তাদের চারজনই ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধডা. সেলিম আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত
পরবর্তী নিবন্ধমহাসড়কে ট্রাক-লরি থেকে স্ক্র্যাপ লোহা ছিনতাই চক্রের প্রধানকে খুঁজছে পুলিশ