দেশে আরও ৮ জনের মৃত্যু শনাক্ত ৫২৯

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস সংক্রমণের নিম্নমুখী ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে, কমেছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৫২৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। খবর বিডিনিউজের।
শনিবার সারা দেশে ৩৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন; সেই সঙ্গে ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ২৬৬ জন কোভিড রোগী শনাক্ত হল। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৫ জনের। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৩ হাজার ৩৪০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন সুস্থ হয়ে উঠলেন। সে হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৪৩ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা এই হিসাবে আসেনি। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪২৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮০ শতাংশের বেশি। যে আট জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। তাদের চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতথ্যের গোপনীয়তার সংস্কৃতি হতে বের হয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধনৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ দেশে ফিরেছে