চট্টগ্রাম নগরীতে মানবসেবামূলক সংগঠন হাসি–এর উদ্যোগে এবং সৌদি প্রবাসী মোছলেহ উদ্দীন মুন্নার তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২১ ডিসেম্বর নগরীর কোতোয়ালি, নিউ মার্কেট, স্টেশন রোড এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. তৌহিদ, মো. তাহসিন উদ্দিন, মো. ফারদিন, মো. ইসমাইল, মো. আবির, হাসান শাহ্, মো. ইরফান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











