সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪১ বিজিবির উদ্যোগে কাপ্তাইয়ে দুস্থ নারী পুরষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ শীতবস্ত্র হিসেবে ৫২ জন দুস্থ লোকের মাঝে নতুন কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান। লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, দরিদ্র জনগণ এবারের শীতে যাতে কষ্ট না পায় সেজন্য বাছাই করা প্রত্যেক নারী পুরুষকে ভালো মানের কম্বল প্রদান করা হয়েছে।