দুর্বার তারুণ্যের বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

‘আমার যত্নে, আমার গাছ’-স্লোগানকে সামনে রেখে সামজিক সংগঠন দুর্বার তারুণ্য ‘আমরা মালি’ নামে একটি ব্যতিক্রমি কার্যক্রম উদ্বোধন করল। গতকাল বৃহস্পতিবার মীরসরাই উপজেলাধীন মঘাদিয়া ইউনিয়নে শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে প্রজেক্টটি উদ্বোধন ঘোষণা করেন দুর্বার তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শেখ মুহাম্মদ আরিফ উল্লাহ চৌধুরী, জিহাদুল ইসলাম, মো. ইবরাহীম, মো. সাদ্দাম হোসেন, মো. রুবেল, মো. অহিদুল ইসলাম, মো. সামছুদ্দীন, মো. রুমন মিয়া, মো. আজিম উদ্দিন চৌধুরী, মো. মনজুর মোরর্শেদ, মো. সালমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চোলাইমদসহ গ্রেপ্তার দুই ভাই
পরবর্তী নিবন্ধযুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ