চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুদকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপজেলা কনফারেন্স হলে সহকারী কমিশনার জিমরান মো. সায়েকের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
আরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধূরী। মূখ্য আলোচক ছিলেন দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর এয়াকুব নবী, কমরউদ্দিন প্রমুখ। ‘আইন নয়, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নির্মূলের প্রধান হাতিয়ার’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর বাছাইকৃত ফাইন্যাল পর্বে বেগম গুল চেমন আরা একাডেমী স্কুল এন্ড কলেজ এবং চামুদরিয়া ইউনাইটেড ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক সালমা আহসানের মডারেটরিং এবং রাসেল চৌধুরী ও বিপিন চন্দ্র রায়ের বিচারিক মানদন্ডে বেগম গুল চেমন আরা একাডেমী স্কুল এন্ড কলেজকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।