দুনিয়ায় পাপাচার বেড়ে গেলে নেমে আসে আসমানি গজব

সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৩তম দিনে বক্তারা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:২৭ পূর্বাহ্ণ

শাহ্‌ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৩তম দিন ছিল গতকাল মঙ্গলবার। জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল হকের সভাপতিত্বে এ দিন আলোচনা করেন চুনতী আওলিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের ও পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি শাহাদত হোছাইন।
বক্তারা বলেন, মানব সভ্যতায় অনাচার অশ্লীলতা বৃদ্ধির ফলে নেমে আসছে করোনাভাইরাসের মত ভয়াবহ মানবিক বিপর্যয়। নবী করীম (সা.) বলেন, ‘যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যভাবে চলতে থাকে, তখন তাদের মধ্যে প্লেগ এবং এমন অভিনব দুরারোগ্য ব্যাধি দেওয়া হয়, যা তাদের পূর্বপুরুষেরা কখনো শোনেনি।’ বক্তারা বলেন, রোগ-শোকের মাধ্যমে মুমিনকে পরীক্ষা করা হয়, এতে তার ঈমানিশক্তি বৃদ্ধি পায়। রোগের মধ্যেও পাওয়া যায় কল্যাণের বার্তা।
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনষ্ট বোটে মালামাল দিতে গিয়ে বাঁশখালীর ৪ জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধমোহরায় তিলোত্তমার তিন হাজার গাছের চারা রোপণ