নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় আমদানি নিষিদ্ধ ১০ ট্রাক হাঁস-মুরগির খাবার মিট অ্যান্ড বোন মিল (এমবিএম) জব্দ করার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
গতকাল রাতে কাস্টমসের পক্ষে দুইজনের নাম উল্লেখ করেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান। দৈনিক আজাদীকে মামলার বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি বলেন, আনন্দবাজার এলাকা থেকে ধ্বংসের পণ্য চুরির ঘটনায় আবদুল মান্নান ও নুরুল কবির নামের দুইজনের নাম উল্লেখ মামলা দায়ের করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান। মামলা নম্বর ২।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে আমদানি নিষিদ্ধ ১০ ট্রাক এমবিএম জব্দ করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দর থানা পুলিশ। এর আগে পণ্যগুলো ধ্বংসের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ময়লার ডিপো ল্যান্ডফিল এলাকায় গর্ত করে ডাম্প করা হয়।