দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ১৭জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে। এদিকে দলীয় মনোনয়ন ছাড়াও জাসদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাসদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মোস্তফা চৌধুরী, উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিল্পপতি মো. আজিজুর রহমান। আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান সিআইপির বড়ভাই মো. আজিজুর রহমান। অপরদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর ছোট ভাই কামাল মোস্তফা চৌধুরী। ফলে দুই পরিবারে চার ভাই পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে মনোনয়নপত্র সংগ্রহকারীদের অনেকে কোনো দলীয় পদে না থাকলেও দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করাতে সাধারণ কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত ১১ টি সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে আওয়ামী লীগ ৪ বার, বিএনপি ৫ বার, জাতীয় পার্টি ২ বার জয়ী হয়।