দিলীপ রঞ্জন ভৌমিকের লেখায় প্রকৃত সমাজচিত্র উঠে এসেছে

‘জীবনের ধ্রুবতারা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে অনুপম সেন

| বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে জীবনে জয়ী হয়েছেন দিলীপ রঞ্জন ভৌমিক। তাঁর লেখায় বিভিন্ন সময়ের প্রকৃত সমাজচিত্র উঠে এসেছে। সবাই জীবনে জয়ী হতে পারেন না। তাঁর জীবনের অভিজ্ঞতা হয়তো আমার চেয়ে বেশি। এই গ্রন্থে লেখক নানা ঘটনার বর্ণনা করেছেন। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ শাসনামলের নানা ঘটনাপ্রবাহ দেখেছেন খুব কাছ থেকে। শত দারিদ্র্যকে ঠেলে দিয়ে এগিয়ে গেছেন। তাঁর অনেক ছাত্রকে উজ্জীবিত করেছেন এমনকী তাঁর স্কুলের প্রায় ৬০৭০ জন শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য অনুপ্রাণিত করেছেন। তাঁর এই লেখনীতে তৎকালীন সময়ের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা উঠে এসেছে।

গত ৬ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জীবনের ধ্রুবতারা গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, শিশুসাহিত্যিকসাংবাদিক রাশেদ রউফ, নাট্যজন অভীক ওসমান, কবিসাংবাদিক কামরুল হাসান বাদল, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি এম এ কাইয়ুম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, লেখক খন রঞ্জন রায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাংবাদিক এম নাসিরুল হক, সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সাংবদিক মুহাম্মদ শামসুল হক।

শুভেচ্ছা বক্তব্য দেন, লেখকের সন্তান অ্যারোনটিকেল ইঞ্জিনিয়ার রিংকু কুমার ভৌমিক, প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক এবং দেবদুলাল ভৌমিক।

স্বাগত বক্তব্য দেন, খড়িমাটির প্রকাশক মনিরুল মনির। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের এবং কান্তা দে। আবৃত্তি পরিবেশন করেন সুষ্মিতা দত্ত। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন তিথি, অদ্রি, দিশি, বুনু ও রিতি। এরপর ‘জীবনের ধ্রুবতারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে দিলীপ রঞ্জন ভৌমিক বলেন, শিক্ষকরা ছাত্রদের কাছ থেকে প্রতিদান হিসেবে কিছুই চান না শুধুই দিয়ে যান। দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনে অনেক ছাত্রের জীবন আলোকিত করার চেষ্টা করেছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ মানব সম্পদ গঠন অপরিহার্য : এটিএম পেয়ারুল