হরেক রকম বায়না ছিল
দাদু তোমার কাছে,
মিষ্টি হেসে মিটিয়ে দিতে
দুঃখ পাই পাছে।
বিকেল হলে ঘুরতে যেতে
আমায় সাথে নিয়ে,
কত কিছু কিনে দিতে
পিঠ চাপড়ে দিয়ে।
তুমি ছিলে খেলার সাথী
খেলতে বাইরে–ঘরে,
কাটিয়ে দিতে সারাবেলা
হই–হুল্লোড় করে।
শীতের রাতে মুড়তে আমায়
স্নেহের চাদর ঢেলে,
স্মৃতিগুলো পড়লে মনে
চোখ ভেসে যায় জলে,
দাদু কোথায় চলে গেলে?