যে গাছ দিয়েছে কুড়ালেরে
করিবারে বাট,
সে কুড়াল করেছে
কাঠের সর্বনাশ।
যে মেঘ দিয়েছে বারি
ফসল ফলিবারে,
ক’জন কৃষাণ তারই গুনগান করে।
যে মাঠ দিয়েছে ফসল
বুক ছিঁড়ে ফলা সয়ে,
তারে কি কয়েছি কবু!
নত শিঁরে, ক্ষমেহ মোরে।
যে জন দিয়েছে সম্মান আনি
মাথা উঁচিবারে,
তারই কাছে নত হয়েছে ক’জন,
আসমান হাতে পেয়ে।
যে আলো দিয়েছে দ্বীপ
জ্যোতি আনিবারে,
অঙ্গার হয়েছে বাতি সলিতা জ্বালিয়ে।