দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। সব ধরনের জমায়েত বন্ধ করা হয়েছে। বলা যায় এক রকম ভয়াভহ রূপ ধারণ করতে যাচ্ছে করোনা। করোনার তৃতীয় ঢেউয়ে এক রকম নাকাল এখন সারাদেশ। তেমনই বিপদজনক পরিস্থিতিতে আজ মাঠে গড়াচ্ছে দেশের ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অস্টম আসর। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে আজ শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল। বাকি দুটি দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাইজার্স। করোনার প্রকোপের কারণে গত বছর মাঠে গড়ায়নি বিপিএল। তবে এবারে যখন সব আয়োজন সম্পন্ন করেছে বিসিবি ঠিক তখনই ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে করোনার প্রকোপ। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। যদিও করোনার হাত থেকে রক্ষা পেতে কঠিন সুরক্ষা বলয়ের মধ্যে থেকে বিপিএলে খেলতে হবে ক্রিকেটারদের। এরই মধ্যে বিভিন্ন দেশের ক্রিকেটার এবং কোচরা এসে পৌঁছেছেন ঢাকায়। তিনবার করোনা পরীক্ষা দিয়ে তারা ঢুকে গেছে জৈব সুরক্ষা বলয়ে। তারপরও অনেক বড় ঝুঁকি নিয়ে আজ থেকে মাঠে নামবে ক্রিকেটাররা।
পাঁচ পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল আসবে চট্টগ্রামে। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। সেখানে দুই দিনে চারটি ম্যাচ আয়োজনের পর বিপিএলের গন্তব্য হবে সিলেটে। চা পাতার দেশে অনুষ্ঠিত হবে বিপিএলের ছয়টি ম্যাচ। ১১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরে বিপিএল শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে গ্যালারিতে দর্শক থাকছে না সেটা নিশ্চিত। তাই দর্শকদের বিপিএলের ম্যাচ গুলো দেখতে টেলিভিশনের পর্দায়। যেহেতু করোনার প্রকোপ বাড়ছে সেহেতু বিসিবি সুরক্ষা বলয়ে কোন ধরনের শীতিলতা দেখাতে রাজি নয়। তাই বিপিএল সংশ্লিষ্টদের থাকতে হবে কঠোর নিরাপত্তা বলয়ে।