দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক প্রদান গতকাল সোমবার হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহযোগিতায় ঘাসফুল হাটহাজারী উপজেলার ৪৫জন, চসিক এলাকা, ফেনী ও নওগাঁ জেলার ১০জনসহ মোট ৫৫জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৬লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
চবি সিনেট সদস্য ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিতে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংস্থর পরিচালক মোহাম্মদ ফরিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, অধ্যক্ষ কাজী আব্বাস আলী, লায়ন মো. জামাল উদ্দিন, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সানজিদা নাহার ও জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসার মো. আবদুল হাকিম। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাছির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।