খুলশীতে ভবন মালিক খুন, দারোয়ান পলাতক

মোবাইল কল থেকে রহস্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন জালালাবাদ ভিআইপি রোড এলাকায় নেজাম পাশা (৬৫) নামে নির্মাণাধীন এক ভবন মালিক খুন হয়েছেন। গত রোববার দিবাগত রাতে তিনি খুন হয়েছেন। গতকাল সোমবার ভোরে ভবনটির পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভবনের দারোয়ান মো. হাছানকে (৪২) এজাহারনামীয় করে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সেলিনা ইয়াসমিন। নিহত নেজাম পাশা ফটিকছড়ি পৌরসভার ধুরুং হাদী বাপের বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। তিনি দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার দুইপুত্রও প্রবাসে আছেন বলে পরিবারসূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে দারোয়ান হাছান পলাতক রয়েছে। খুলশী থানার ওসি শাহীনুজ্জামান দৈনিক আজাদীকে বলেন, ‘সোমবার সকালে নেজাম পাশা (৬৫) নামের ওই ভবন মালিকের লাশ উদ্ধার করেছি। ইতোমধ্যে নিহতের স্ত্রী এজাহার দিয়েছেন, আমরা মামলা রেকর্ড করেছি। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আসামি গ্রেপ্তারে সুসংবাদ দিতে পারবো।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের দেখাশোনার জন্য মো. হাছানকে দারোয়ান হিসেবে রাখা হয়। নেজাম পাশা গ্রামের বাড়ি ফটিকছড়ি থেকে এসে ভবনের নির্মাণ কাজ দেখভাল করতেন। দারোয়ান হাছান তার সুবিধাভোগী লোকজনকে নির্মাণাধীন ওই ভবনের বিভিন্ন কাজ দেওয়ার জন্য প্রায়সময় ভবন মালিককে জোরাজোরি করতেন। এ নিয়ে ভবন মালিকের সাথে হাছানের মনোমালিন্য হয়। পরে দারোয়ানকে চাকরিচ্যুত করার হুমকি দেন ভবন মালিক নেজাম। এতে ক্ষিপ্ত ছিলেন হাছান।’
পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল ৭টার দিকে গ্রামের বাড়ি থেকে জালালাবাদে নির্মাণাধীন ভবনের কাজ দেখতে আসেন নেজাম পাশা। রাত ১১টার দিকে ভবন মালিকের ব্যবহৃত মোবাইল থেকে তার মেয়েকে ফোনে জানানো হয় তিনি ভবনে আসেননি। বিভিন্ন মালামাল তিনি অন্য লোকের সাহায্যে পাঠিয়ে দিয়েছেন। মোবাইল কল থেকে রহস্যের সূত্র ধরে দারোয়ানের কথায় সন্দেহ হয় তাদের। আত্মীয়স্বজনরা দ্রুত ঘটনাস্থলে আসেন। রাতে খোঁজাখুঁজির পর না পাওয়ায় তারা খুলশী থানাকে জানান। সোমবার ভোরে নির্মাণাধীন ভবনের পাশের একটি প্লটের সামনের দেওয়াল ঘেঁষা পরিত্যক্ত পলিথিন, কাঁদা বালি, ময়লার স্তুপের ভিতরে লুকানো হাত পা বাঁধা অবস্থায় নেজাম পাশার লাশ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন
পরবর্তী নিবন্ধদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঘাসফুলের শিক্ষাবৃত্তি প্রদান