চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আজকের সম্মেলনকে সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার সম্মেলন স্থান পটিয়া হাই স্কুল মাঠ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলার শীর্ষ নেতারা। গতকাল বিকেলে সম্মেলনের স্থানে গিয়ে তিনি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির প্রমুখ।