শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দের সাথে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি বলেন, বাংলাদেশ বহুজাতিক ও বহু ধর্মীয় সমপ্রীতির দেশ। বিএনপি সবসময়ই সামপ্রদায়িক সমপ্রীতির পক্ষে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সচেষ্ট। তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা লিগ্যাল এইড আহবায়ক অ্যাড.মো. ফোরকানুল ইসলাম, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। বক্তব্য রখেন তাপস কুমার দে, পরিমল দে,শ্যামল বিশ্বাস, ভবশংকর ধর, আশীষ মিত্র, হারাধন দাশ, সঞ্জয় দাশ, দেবাশীষ দে, রাজীব সেন, রাসেল চৌধুরী, রাজু ধর, ডা. সুজন নাথ, শিবু দাশ, লিটন নাথ, প্রদীপ কুমার দে, মো. ফারুক, বাবুল ঘোষ বাবুল, চন্দ্র শেখর নাথ পিন্টু, হারাধন দাশ প্রমুখ। সভায় বক্তারা ধর্মীয় সমপ্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আইন–শৃঙ্খলা রক্ষাসহ উৎসব নির্বিঘ্নে পালনে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।