বান্দরবানের থানচিতে এক হাজার ঘনফুট গর্জন কাঠ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে বিজিবি ও বন বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার রেমাক্রী ইউনিয়নের ইয়াংনং পাড়ার ম্রওয়া ঝিরিতে পাচারের জন্য এক হাজার ২৬ ঘনফুট গর্জন কাঠ মজুদ করা হয়। জব্দকৃত এসব কাঠের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানা গেছে। বন বিভাগের থানচি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন সরকার বলেন, অভিযানে কাঠের মালিককে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।