শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ

| শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১১:০৮ পূর্বাহ্ণ

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা না মানায় রাজশাহীর শাহ্‌ মখদুম মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের অধীন অন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মাইগ্রেশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার শাহ্‌ মখদুম মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশনা পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে এবং তা নাহলে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আজ
পরবর্তী নিবন্ধথানচিতে জব্দ এক হাজার ঘনফুট গর্জন কাঠ