১৫৯৪ শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘কমেডি অব এরর্স’ প্রথম প্রযোজিত হয় লন্ডনের গ্রেজ ইন থিয়েটারে।
১৭০৬ ফরাসি দার্শনিক ও সমালোচক পিয়রে বেল-এর মৃত্যু।
১৮২৮ জাপানের এবিগোতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের গ্রাণহানি।
১৮৩৫ ইংরেজ ভূতাত্ত্বিক স্যার আর্চিবল্ড গিকির জন্ম।
১৮৫৯ রাজনীতিবিদ, প্রাবন্ধিক ও ঐতিহাসিক টমাস ব্যাবিংটন মেকলের মৃত্যু।
১৮৭২ স্পেনীয় ঔপন্যাসিক পিও বারোহাই নেস্সির জন্ম।
১৮৮২ ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিদ স্যার আর্থার স্ট্যানলি এডিংটন-এর জন্ম।
১৮৮৫ বোম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে শুরু হয়।
১৮৮৮ জার্মান চিত্রপরিচালক ফ্রিডরিখ মুর্নাউ-এর জন্ম।
১৮৮৯ শিক্ষাবিদ স্যার এ. এফ. রহমানের জন্ম।
১৮৯৫ জনসমক্ষে সারা বিশ্বের প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় প্যারিসে।
১৯০৩ হাঙ্গেরীয়-মার্কিন গণিতজ্ঞ জন ভন নিউমান-এর জন্ম।
১৯০৫ ক্রিকেট দুনিয়ার অন্যতম প্রবাদ পুরুষ বিজয়নগরের মহারাজ কুমার-এর জন্ম।
১৯০৮ ভূমিকম্পে সিসিলির মেসিলা শহর পুরোপুরি ধ্বংস হয় এবং ৩৮ হাজার লোক নিহত হয়।
১৯১০ ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
১৯২১ ব্রিটিশ রাজত্বের ঐতিহাসিক নির্দেশনা ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর উদ্বোধন
১৯২৫ কানপুরে সর্বভারতীয় কমিউনিস্টদের প্রথম সম্মেলন শুরু হয়।
১৯২৫ রুশ কবি সের্গেই ইয়েসেনিন-এর মৃত্যু।
১৯২৭ ইউনানি চিকিৎসক ও রাজনীতিবিদ হাকিম হাফিজ মো. আজমল খাঁর মৃত্যু।
১৯৪৩ সংগীত শিল্পী ও সংগীত সংগঠক সুরেন্দ্রলাল দাসের মৃত্যু।
১৯৪৫ মার্কিন প্রকৃতিবাদী সাহিত্যিক থিওডোর ড্রেইজার-এর মৃত্যু।
১৯৬৩ জার্মান সংগীতস্রষ্টা পাউল হিন্ডেমিথ-এর মৃত্যু।
১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিপাহি মো. হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ শহীদ হন।
১৯৯৩ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক আব্দুল জব্বার খান-এর মৃত্যু।