৮নং শুলকবহর ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদস্থ শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে তৈয়্যবিয়া নজিরিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সা.) আল্লামা সৈয়দ সাবির শাহ (মা.জি.আ.)। ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সভাপতি আমির হোসেন খান, সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন, মাহবুবুল আলম চৌধুরী, মনির হোসেন খোকা, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ। ভিত্তিপ্রস্তর উদ্বোধন পরবর্তী প্রধান মেহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এদিকে, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ হেলিকপ্টারযোগে ঢাকা গমন করবেন। কাল শুক্রবার হুজুর কেবলার ইমামতিতে নামাজে জুমা ঢাকা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে। হুজুর কেবলা আগামী ৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন এবং ৯ নভেম্বর ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
ক্যাপ : তৈয়্যবিয়া নজিরিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছেন আল্লামা সৈয়দ সাবির শাহ (মা.জি.আ.)