তৈলারদ্বীপ সেতুতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে গণশুনানি

বাঁশাখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারাবাঁশখালী সড়কের তৈলারদ্বীপ সেতুতে টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে গণশুনানি করা হয়েছে। গত রোববার বাঁশখালী সীমান্তের টোল বঙের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দীন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ, রাজনীতিবিদ শাখাওয়াত জামাল দুলাল, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, ডা. এম. মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শহীদ মোস্তফা, বাঁশাখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাডভোকেট শওকত ওসমান, মো. কামাল উদ্দীন, অ্যাডভোকেট মফিজুল হক, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সমাজকর্মী মো. নিজাম উদ্দিনসহ বাঁশখালী সিএনজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাসট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গনশুনানি পরবর্তী এক প্রতিক্রিয়া বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দীন বলেন, তৈলারদ্বীপ সেতুতে টোল আদায় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এটি নিয়ে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আমি ও আনোয়ারা উপজেলার এসিল্যান্ড গণশুনানির আয়োজন করি। গণশুনানি থেকে সাধারণ মানুষের মন্তব্য গ্রহণ করি। সেই মন্তব্যের প্রেক্ষিতে সঠিক বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে এবং এরই প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে তিনি তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক সীতাকুণ্ডে আটক
পরবর্তী নিবন্ধগুণীদের সম্মান করা নৈতিক দায়িত্ব