আনোয়ারা পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা থেকে চাতরী চৌমুহনী বাজার ছাড়িয়ে ডাক পাড়া পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে গতকাল সোমবার দিনভর যানজট লেগে থাকতে দেখা যায়। এতে নানান পেশার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়। পিএবি সড়কের উন্নয়ন কাজ ও ভারী যানবাহনের কারণে এ যানজটের সৃষ্টি বলে জানা গেছে।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণাংশে সড়কের উন্নয়ন কাজ পরিচালনা ও ভারী যানবাহন চলাচল হয়। ফলে শোলকাটা থেকে চাতরী চৌমুহনী বাজারের উত্তরে রাজছিলা ফকিরের মাজার পর্যন্ত যানজটে আটকা পড়ে নানান পেশার মানুষ। এ সময় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে কয়েক কিলোমিটার পথ হেঁটে পার হতেও দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ও চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী চৌধুরী জানায়, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পিএবি সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লক্ষ্য করা গেছে। সকালে ও বিকালে আনোয়ারা আসা-যাওয়ার সময় আমি ২বার যানজটের শিকার হই। আনোয়ারার কোরিয়ান শিল্পজোনে কর্মরত শ্রমিক আকতার উদ্দীন (৩৫) জানায়, গত ১ সপ্তাহ ধরে চাতরী চৌমুহনী এলাকায় প্রতিদিন যানজটে পড়ে হাজার হাজার শ্রমিক ভোগান্তির শিকার হলেও দেখার কেউ নেই।
আনোয়ারা চাতরী ট্রাফিক পুলিশের এস.আই হাবিবুর রহমান জানায়, ভারী যানবাহন ও টানেল সংযোগ সড়কের উন্নয়ন কাজ পরিচালিত হওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।