আগামীকাল থেকে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ চট্টগ্রাম আইটি ফেয়ার–২০২৩। বেলা ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।
গতকাল বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল যৌথভাবে মেলাটির আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতের ৩৭টি প্রতিষ্ঠানের ৫৭টি স্টল থাকবে। মেলা প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই থাকবে। প্রণোদনামূলক কর্মকাণ্ডের জন্য ডি–ইঞ্জিনিয়ার্স ও স্টার্ট–আপ চট্টগ্রামকে বিনামূল্যে একটি করে স্টল বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিবারের মত এবারও মেলাকে কেন্দ্র করে প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির সঙ্গে গোলটেবিল আলোচনা এবং সন্ধ্যায় প্ল্যাটিনাম স্পন্সর এফ–ফাইভের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হবে।
দর্শক আকর্ষণের জন্য মেলার প্রচারণার পাশাপাশি অনলাইনভিত্তিক প্রমোশন করা হয়েছে। এ ছাড়া আইটি ফেয়ারের নিজস্ব ওয়েবসাইট িি.িপঃমরঃভধরৎনফ.ড়ৎম চালু রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চেম্বার পরিচালক কেএম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের সহ–সভাপতি তামিম ওয়াহিদ আল–হেলাল ও মহাসচিব মো. সাইফুল ইসলাম মাহিন প্রমুখ।












