‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ প্রভাতফেরি বা একুশের গান হিসেবে পরিচিত। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ আপামর জনতা ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। তখন শরীরে জ্বর থাকা সত্ত্বেও ছটফট করতে লাগলেন মাহবুবউল চৌধুরী। চট্টগ্রামে বসে তিনি লিখলেন-‘ওরা চল্লিশজন কিংবা আরো বেশি/ যারা প্রাণ দিয়েছে ওখানে-রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়/ ভাষার জন্য, মাতৃভাষার জন্য/ যারা প্রাণ দিয়েছে ওখানে/ আলাওলের ঐতিহ্য/ কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের/ সাহিত্য ও কবিতার জন্য/ যারা প্রাণ দিয়েছে ওখানে/ পলাশপুরের মকবুল আহমদের/ পুঁথির জন্য/ রমেশ শীলের গাথার জন্য/ জসীমউদ্দীনের সোজন বাদিয়ার ঘাটের জন্য’। (‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’)।
ঠিক কতো জন ভাষার জন্য শহীদ হয়েছিলেন তার সঠিক সংখ্যা নেই। ভাষা শহীদ বলতেই আমাদের মনে পড়ে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের নাম। এর বাইরে কারো নাম অনেকের জানা নেই। সেজন্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় বলা হয় ‘নাম না জানা’। অহিউল্লাহ, আবদুল আওয়াল, সিরাজুদ্দিনের নাম কেউ বলে না। তারা আজ অনেকটা বিস্মৃত। অথচ প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ভাষাসৈনিকদের স্মৃতিচারণ, প্রকাশিত সংবাদে এই তিনজনের নাম খুঁজে পাওয়া যায়। সেই তিন ভাষা শহীদ হলেন,
১০ বছর বয়সী অহিউল্লাহ, রিকশাচালক আবদুল আওয়াল এবং সিরাজুদ্দিন।
অহিউল্লাহ : রাজমিস্ত্রি হাবিবুর রহমানের ছেলে অহিউল্লাহ সেসময় ছিলেন তৃতীয় শ্রেণির ছাত্র। রক্তাক্ত ২১ ফেব্রুয়ারির পরদিন পাকিস্তান সরকার সেনা মোতায়েন করে। ঢাকার নবাবপুর রোডেও ছিল সেনা। নবাবপুর রোড দিয়ে জনতার ঢল দেখে কৌতূহলবশত তা দেখতে এসেছিলেন অহিউল্লাহ। ঘটনার সময় তিনি ‘খোশমহল’ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে কাগজ চিবুচ্ছিলেন। এমন সময় একটি গুলি তার মাথার খুলি উড়িয়ে দেয়। গুলিতে মারা যাওয়ার পর পুলিশ তাঁর লাশ গুম করে ফেলে। ২৩ ফেব্রুয়ারি দৈনিক আজাদে তার শাহাদাতের খবর ছাপানো হয়। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ঢাকা সিটি করপোরেশনের লাশ দাফনের খাতায় অহিউল্লাহর নাম পাওয়া গেলেও তার কবর শনাক্ত করা যায়নি। ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিকের শহীদ দিবস সংখ্যা-১৯৫৪ অনুযায়ী শহীদ হওয়ার পর অহিউল্লাহর পকেটে এক টুকরো কাগজ পাওয়া গিয়েছিল। এতে খুব সুন্দর শৈল্পিক গুণসহ প্রজাপতি ও জীব-জন্তুর ছবি আঁকা ছিল। অহিউল্লহর মরদেহ প্রত্যক্ষকারী ছিলেন তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ভাষাসংগ্রামী ডা. মেজর (অব.) মোহাম্মদ মাহফুজ হোসেন। সাংবাদিক আহমেদ নূরে আলম ‘অহিউল্লাহ : বায়ান্নর একটি বিস্মৃত কিশোর-শহীদ’ শীর্ষক এক নিবন্ধে, অহিউল্লাহর বাসার ঠিকানা ছাপা হয় ‘১৫২ লুৎফর রহমান লেন’।
আবদুল আওয়াল : ২৬ বছর বয়সী আবদুল আওয়াল চালাতেন রিকশা। দৈনিক আজাদ এবং দৈনিক মিল্লাত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তার রিকশার লাইসেন্স নং ছিল- ৩৪০২। পিতার নাম মোহাম্মদ হালিম। ঢাকার ১৯ নম্বর হাফিজুল্লা লেন মৌলভী বাজারে থাকতেন। ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে ভাষাশহীদদেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় অংশ নিয়েছিলেন আবদুল আওয়াল। জানাজা শেষে বিশাল শোক মিছিল বের হয়। সেই শোক মিছিলেও অংশ নেন তিনি। মিছিলটি যখন কার্জন হলের সামনের রাস্তা অতিক্রম করছিল, তখন অতর্কিতে একটি সেনাবাহিনীর ট্রাক মিছিলের এক পাশে উঠিয়ে দেয়া হয়। ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হন আবদুল আওয়াল। সরকারি প্রেস নোটে অবশ্য বলা হয়েছিল, এটা নেহায়েত একটা সড়ক দুর্ঘটনা মাত্র। তাকে আজিমপুর কবররস্থানে দাফন করা হয়।
সিরাজুদ্দিন : সিরাজুদ্দিন নবাবপুরে ‘নিশাত’ সিনেমা হলের বিপরীত দিকে মিছিলে থাকা অবস্থায় টহলরত ইপিআর জওয়ানের গুলিতে মারা যান। মানসী সিনেমা হলের গলি থেকে পুলিশ ও জওয়ানদের একটি অংশ গলির মুখে এসে দাঁড়ায়। তখনি ট্রাক থেকে গুলি ছুটে আসে মিছিল লক্ষ্য করে। তার কিছু দূরে একজন তরুণ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। শার্ট-প্যান্ট পরা ঐ তরুণের কোমরের ওপর গুলি লাগে। রক্তে কাপড় ভিজে যায়। ঐ মিছিলের কয়েকজন তাকে ধরাধরি করে মানসীর গলিপথে নিয়ে যায়। ঐ তরুণের নাম সিরাজুুদ্দিন, ঠিকানা বাসাবাড়ি লেন, তাঁতিবাজার। এসব ভাষাশহীদরা এখনো উপেক্ষিত। এদের কথা ইতিহাসে যথার্থস্থানে লিপিবদ্ধ হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ভাবতে হবে।