তালজাঙ্গা ইউপি ভবনের বেহাল দশা!

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো তালজাঙ্গা ইউনিয়ন। আধা পাকা ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। নাজেহাল পরিবেশে কোনোরকম চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বর্তমানে পরিষদ ভবনটিতে খুবই বেহাল অবস্থা বিরাজ করছে। ভবনটির অবকাঠামোগত অবস্থা খুব বিপদজনক। বর্ষাকালে ভবনটির টিনের চালা বেয়ে পানি পড়ে। গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হয়ে যায়। রুমগুলো স্যাঁতসেঁতে হয়ে পড়ে এবং এক ধরনের দুর্গন্ধ বের হয়। বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনটির বেশ কয়েক জায়গার আস্তরণ খসে গিয়ে লোহার রড দেখা গিয়েছে। দেয়ালে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। জানালার গ্রিলগুলো নষ্ট হয়ে পড়েছে। রিখটার স্কেলে ছোট কিংবা মাঝারি আকারের ভূমিকম্প হলে ভবনটি ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ভবনটিকে দূর থেকে দেখলে পরিত্যক্ত বলে মনে হবে। ইউপি ভবনটির এই করুণ দশার কারণে সাধারণ মানুষ নাগরিক সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। জনপ্রতিনিধিরাও সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এমতাবস্থায় জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আশা করি, উপজেলা প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধগ্যাব্রিয়েলা মিস্ত্রাল : ল্যাটিন আমেরিকার আদর্শের প্রতীক
পরবর্তী নিবন্ধআমার অন্তঃসারশূন্যতা