তারেক রহমানের পক্ষে এডভোকেট আলিফের পরিবারকে সহায়তা প্রদান

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

এডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিকেলে তার নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভনে শহীদ আলিফের পিতা জামাল উদ্দিনকে সহায়তার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আসহাব উদ্দিন চৌধুরী ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, এডভোকেট আবু তাহের, এডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিএনপির সভাপতি খালেদ চৌধুরী, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা কমান্ডার জাকির, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, আবদুর রহমান সওদাগর, নুরুল আবছার, মোহাম্মদ ইব্রাহীম, মহিউদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ সোলাইমান, শাহাদাত হোসেন, তারেক খালেদ চৌধুরী, যুবনেতা মোহাম্মদ ইব্রাহীম, সরওয়ার হোসেন, আনিসুর রহমান আনাম প্রমুখ।

এ সময় মীর হেলাল বলেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশে ও দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তষড়যন্ত্রে লিপ্ত। নিরহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডই তার প্রমাণ। এই ধরনের ঘৃণীত ও নিন্দনীয় হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ চরম ধৈর্য ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলছেন। শত উস্কানির মুখেও আমাদের দেশের সকল মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এই প্রচেষ্টাকে গভীর দেশপ্রেমের নজীর বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, আমাদেরকে এই সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি নিরিহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনের সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের মুখোমুখী এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করে বলেছেন, এদেশে সাম্প্রদায়িক উস্কানিতে আর যেন একজন মায়ের বুকও খালি না হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিবিডি চট্টগ্রাম জেলা আয়োজন করলো ‘গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ’
পরবর্তী নিবন্ধহ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন