তারুণ্যের উৎসব যুব কাবাডি প্রতিযোগিতা বালকে চ্যাম্পিয়ন বাঁশখালী উপজেলা

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হয় অনূর্ধ্ব১৮ কাবাডি প্রতিযোগিতা। চট্টগ্রামের ১৫টি উপজেলার কাবাডি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার জেলা পর্যায়ের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা গতকাল বুধবার আউটার স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। দুই দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতার বালক বিভাগের প্রথম সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৫৯১২ পয়েন্টে সন্দীপ উপজেলাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ন হয়। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে লোহাগাড়া উপজেলা ৪৪২৯ পয়েন্টে হাটহাজারী উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। একই মাঠে বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উক্ত ফাইনাল ম্যাচে বাঁশখালী উপজেলা ৭৩৩৭ পয়েন্টে লোহাগাড়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া মাঝেরঘাটা পাঠাগারের প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন সুমাইয়া