তাপদাহ থেকে স্বস্তি দিতে ১১ পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাউনি স্থাপন

সাঈদ নোমানের উদ্যোগ

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:২৩ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের তাপদাহ থেকে স্বস্তি দিতে থেকে বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমানের উদ্যোগে নগরীর ১১টি পরীক্ষা কেন্দ্রের বাইরে তৈরি করা হয় ‘ছাউনি’। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজ দূরে স্থাপিত এসব ছাউনিতে ছিল বসার সুব্যবস্থা। এখানে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিতরণ করা হয় কোমল পানীয়।

প্রতিটি পরীক্ষায় এমন ব্যবস্থা থাকবে জানিয়ে সাঈদ আল নোমান আজাদীকে বলেন, পরীক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবকরা তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেন। এ দীর্ঘ সময় অপেক্ষা করতে তীব্র গরমে তাদের অনেক কষ্ট হয়। সবখানে বসারও ব্যবস্থা থাকে না। বিষয়টি আমাকে ভাবিয়েছে। তাই তাদের জন্য একটু বসার ব্যবস্থা করলাম। সাথে পানির ব্যবস্থা করেছি। আমি নিজে ছয়টি কেন্দ্রে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে গতকাল সকালে সাঈদ আল নোমান নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল থেকে শুরু করে পর্যায়ক্রমে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে ছাউনি গুলো পরিদর্শন করেন। এসময় সাঈদ আল নোমান বলেন, আমাদের সন্তানদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। আমরা শুধুই মিটিং মিছিলে সীমাবদ্ধ নই আমরা গণতন্ত্র, আইনের শাসন, মানব অধিকার, সমাজসেবা নিয়ে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন, দাদন দড়ি সুরুজ, গোলাম মনসুর, দিদারুল আলম, শহীদুল আলম খসরু, সাঈমা হক, খাদিজা বেগমসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইং উৎসব শুরু
পরবর্তী নিবন্ধখুব সহজে দেয়া যাবে ট্রাফিক আইনের জরিমানা