তবুও নিয়ম

শবনম নার্গিস | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

প্রতিনিয়ত-নির্বিকার অবয়বে,
জন্মভিটের দূরত্ব মেপে মেপে,
দূরথেকে দূরে সরে যায় যে।

কে আর রক্তাক্ত করতে পারে তারে।

মাটির গভীরে পুতে রাখা
নাড়ি; শেকড়হীন বৃক্ষ হয়ে উঠে,
দিনে দিনে ঢিলে হয় টান!

কে আর অবহেলে যাবে-কতটা দূরে!

শরীরে প্রবাহিত যে রক্তের ধারা,
মৃদু থেকে মৃদুতর হয়ে যায় তারও বাঁধন;
তবু অবিচল দিন যায় দিন আসে।

কে আর পারে দিতে নীরব দহন বুকের গভীরে!

পূর্ববর্তী নিবন্ধএকটি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধভালোবাসি তোমায় আমি