তথ্যমন্ত্রীর চাচা গোলাম কবির তালুকদারের ইন্তেকাল

প্রধানমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচা মো. গোলাম কবির তালুকদার (৮৭) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। গত শুক্রবার ভোররাত তিনটার দিকে রাঙ্গুনিয়ার সুখবিলাস গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কবির তালুকদারকে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রিয় সম্মাননা প্রদানের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শোক : পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া গোলাম কবির তালুকদারের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক জানান। পৃথকভাবে শোক জানিয়েছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সুখবিলাস প্রাইমারি স্কুল ও হাইস্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে যুক্ত ছিলেন গোলাম কবির তালুকদার। মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।শুক্রবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম কবির তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অসাধারণ জীবনীসাহিত্য
পরবর্তী নিবন্ধআ. লীগ নেতা হত্যা মামলা বান্দরবানে জেএসএস সদস্য আটক