ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী হাই স্কুল মাঠে সম্প্রতি রিদুয়ান হাফিজের সভাপতিত্বে ঢেমুশিয়া প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী হাই স্কুল এবং শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগ এর সভাপতি সেলিম আসলাম সাইফ চৌধুরী সোহেল। সকালে ফাইনাল খেলা উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম জিকু। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আনসারুল হক, ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সোহরাব মোস্তফা লিমন,কাদের নেওয়াজ, ঢেমুশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল কাদের। বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, সিনিয়র শিক্ষক জীবন চন্দ্র সুশীল। প্রেস বিজ্ঞপ্তি।