সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য চার সদস্য বিশিষ্ট গঠিত এডহক কমিটিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১১ নভেম্বর অনুমোদন দিয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, শিক্ষক প্রতিনিধি সদস্য জসীম উদ্দীন ও অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে রতন দাশ। উক্ত কমিটি আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করবে। উল্লেখ্য, আবু সুফিয়ান বর্তমানে ইছামতি মুহাম্মদীয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।
এছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার জীবন সদস্য। তিনি ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ এবং আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।