ঢাকায় ঘুরে দাঁড়াতে চায় মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

টানা চার দিন নিয়ন্ত্রণে রেখেও চট্টগ্রাম টেস্টে অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ হেরে গেছে শেষ দিনের ব্যর্থতায়। ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি চট্টগ্রাম টেস্ট। দুই ইনিংসেই আউট হয়েছেন উইকেটে এক রকম সেট হয়ে। তবে সব হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বলে জানালেন দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান। কাইল মেয়ার্সের অতিমানবীয় এক ইনিংস আর বিরোচিত রান তাড়ায় চট্টগ্রামে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্টের আশাও তাতে যায় গুঁড়িয়ে। সেই আশা পূরণের আরেকটি ধাপ এখন মিরপুর টেস্ট। সিরিজ হার এড়ানোর জন্যও জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। বলতে গেলে ঢাকা টেস্টে টাইগাররা নামবে ব্যাকপুটে থেকে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক বলেন, চ্যালেঞ্জ জয় করার জন্য দল প্রস্তুত। তিনি বলেন প্রথম ম্যাচ আমাদের পক্ষে যায়নি। তবে আমরা জানি, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। দলের সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে এবং মানসিকতার প্রমাণ দিতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছি আমরা। এই টেস্টে জয়ের কোন বিকল্প নেই আমাদের। এই ম্যাচে জিতলে টেস্ট সিরিজ ড্র করা যাবে। আর হারলে সব শেষ। এই ম্যাচে হারা মানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া। যেটা আমরা ওয়ানডে সিরিজে তাদের করেছি। চট্টগ্রাম টেস্টে আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। কারন সে টেস্টের নিয়ন্ত্রন আমাদের হাতেই ছিল। কিন্তু শেষ দিনে এসে সবকিছু এলোমেলো হয়ে গেল। বোলিং এবং ফিল্ডিংয়ে আমাদের বেশকিছু ভুল ছিল। অনেক কিছু আমাদের পক্ষে ছিলনা। তিনি বলেন আমরা চেষ্টা করব ঢাকা টেস্টে অবশ্যই জেতার। তাছাড়া এই ম্যাচে আমাদের জেতা ছাড়া যে অন্য কোন রাস্তা খোলা নাই। তাই অবশ্যই আমরা জেতার জন্য ঢাকা টেস্টে নামব।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলে হাটহাজারী খেলোয়াড় সমিতি জয়ী
পরবর্তী নিবন্ধট্রাম্পের অভিশংসন বিচার এগিয়ে যাওয়ার পক্ষে ভোট সিনেটের