ট্রাম্পের অভিশংসন বিচার এগিয়ে যাওয়ার পক্ষে ভোট সিনেটের

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ট্রাম্পের আইনজীবী দল যুক্তি তুলে ধরে বলেছিল, প্রেসিডেন্টের মেয়াদ শেষে হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্পকে অভিশংসন বিচারের মুখোমুখি করা যায় না, তাই সিনেটের এই বিচার ‘অযৌক্তিক ও অসাংবিধানিক’। কিন্তু এ বিচার সংবিধানসম্মত বলে রায় দিয়ে পূর্ণ কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে সিনেট, জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ঘুরে দাঁড়াতে চায় মুশফিকরা
পরবর্তী নিবন্ধমিয়ানমারে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিক্ষোভে গুলিবিদ্ধ নারী