মিয়ানমারে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিক্ষোভে গুলিবিদ্ধ নারী

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় গুরুতর আহত এক নারীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও সংবাদমাধ্যম। মঙ্গলবার রাজধানী নেপিডোতে বিক্ষোভ চলাকালে তিনি আঘাত পেয়েছিলেন, এদিন শহরটিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছিল। ওই নারীর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী ও বিভিন্ন সংবাদমাধ্যম। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের অভিশংসন বিচার এগিয়ে যাওয়ার পক্ষে ভোট সিনেটের
পরবর্তী নিবন্ধকরোনা গবেষণাগার থেকে ছড়ানোর ইঙ্গিত পায়নি ডব্লিউএইচও