মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির আমন্ত্রণে চট্টগ্রামের ব্রাইট ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৫ দল ঢাকা গেল। গতকাল ঢাকা রওয়ানা হয়েছে চট্টগ্রামের এই ক্রিকেট একাডেমি দলটি। সফরকালে ব্রাইট ক্রিকেট একাডেমি ৩ টি সীমিত ওভারের ম্যাচ ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সফরের জন্য খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়। উক্ত জার্সিং প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সাগর, সাবেক খেলোয়াড় আশফাক শাহরিয়ার অপু, ক্রীড়া সংগঠক কাজী আনোয়ারুল হক রনি প্রমুখ। এই সফরের জন্য কোচ হিসেবে দায়িত্বে থাকবেন মোঃ আবুল বাশার এবং দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফফান মাহাবুব সাহাফ।