ড্রামের ভিতর ৩ লাখ ইয়াবা

সাগরপথে পাচারকালে ৭ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ৭:০২ অপরাহ্ণ

অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে সাগরপথে ইয়াবার চালান পাচারকালে সাতজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় একটি ট্রলারসহ দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পাচারকারীরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে হামলা চালায় বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া সংলগ্ন এলাকার অদূরে বঙ্গোপসাগরে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
ধৃতরা হচ্ছে মিয়ানমারের বাসিন্দা মোহাম্মদ (১৮), বেল্লাল হোছন (১৮), জামাল হোছন (১৯), মঞ্জুর আলম (১৮), আব্দুর রহমান (৫০), মো. জাকির হোসেন (২৮) এবং জাকের হোছন (৫৫)।
আজ বুধবার (২ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে টেকনাফ কোস্ট গার্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, “মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারের দিকে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের খবরে কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার রাতে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া সংলগ্ন এলাকার অদূরে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।”
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, “পরে কোস্ট গার্ড কৌশলে তাদের ধাওয়া করে ট্রলারটি ধরে ফেলে। এক পর্যায়ে ট্রলারসহ পাচারকারীদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি চালিয়ে ড্রামের ভেতরে প্লাস্টিক মোড়ানো ২৮টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। পরে গণনা করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তারা স্বীকার করেছে মিয়ানমার থেকে ইয়াবা চালানটি সাগরপথে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিল।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করত।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নৌকা বাইচ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কঠোরভাবে দমন করার দাবি স্পেন আওয়ামী লীগের