সবুজ নগরী তিলোত্তমা চট্টগ্রামে পরিবেশ বান্ধব ভবন নির্মানের নিমিত্তে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ইতোমধ্যে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন ‘ডিসিএল ব্লক’ ফ্যাক্টরী স্থাপন করেছে। গতকাল বৃহস্পতিবার চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ডিসিএল ব্লক ফ্যাক্টরী পরিদর্শন করেন। এ উপলক্ষে ফ্যাক্টরীস্থ কনফারেন্স রুমে এক আলোচনা সভায় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী সভাপতিত্ব করেন। সিনিয়র ব্যবস্থাপক ইসতিয়াক রায়হান মাহমুদের সঞ্চালনায় কোম্পানির প্রোডাক্ট, সলিড ব্লক এবং পার্কিং টাইলস সমূহের বিস্তারিত উপস্থাপন প্রদান করেন ফ্যাক্টরী মহাব্যবস্থপক গোলাম মোস্তফা। আলোচনায় অংশ নেন সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাস, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, জসীম উদ্দিন, পরিছন্ন কর্মকর্তা আবুল হাসেম, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর নজরুল এবং কোম্পানির পরিচালক (অপারেশন) আবদুল বারী। চসিক মেয়র বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় স্মার্ট চট্টগ্রাম গড়তে ডায়মন্ড সিমেন্টের নেওয়া ‘ডিসিএল ব্লক’ উদ্যোগটি প্রসংশনীয়। নিঃসন্দেহে সিমেন্টের মত ব্লকও পণ্যের গুণাগত মান অক্ষুন্ন রাখবে। কোম্পানীর চেয়ারম্যান আজিম আলী বলেন, পরিবেশ বান্ধব চট্টগ্রাম গড়তে আমরা বদ্ধপরিকর। সিটি কর্পোরেশনের চাহিদা মোতাবেক যেকোন সাইজের গুণাগত মানের ডিসিএল ব্লক আমরা সরবরাহ করতে পারবো এবং ভবিষৎতে আরও ১টি ব্লক ফ্যাক্টরী স্থাপনের চিন্তাভাবনা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।