ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমের দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এই আসরে সাকিব খেলবেন কিনা সেটা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি, আপাতত দল পরিবর্তন করেছেন এই অলরাউন্ডার।
গতকাল সাকিবকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জে। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আজ চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সঙ্গে। তবে তার খেলা নির্ভর করবে দেশে ফেরার ওপর। এদিকে দলটির মালিক লুৎফর রহমান বাদল সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সাকিব তৃতীয়বার টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে, রোজার মধ্যে। সে ইংল্যান্ডের একজন কোচও নিয়েছে। তিনি রাজি হলে (অনুমতি দিলে) সে আবারও পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা সে খেলতে পারবে বাংলাদেশে।’