লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে গত শনিবার নগরীর টেলেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয়, শিক্ষা সামগ্রী বিতরণ এবং মাস্ক বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লায়ন মো. শওকত আলী চৌধুরী, লায়ন কবিরুল ইসলাম, লায়ন ইয়াসমিন কবির, লিও সাইফুল ইসলাম, লিও মো. শহীদুল্লাহ সজীব, লিও মোহাম্মদ মঈনুল হাছান, আমেনা খাতুন, লিও তুহিন অভি, লিও রাব্বি, লিও অবন্তি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।