ডা. আঞ্জুমান আরা-আরিফুল আমিন পরিষদের এজেন্ট সভা

মা ও শিশু হাসপাতাল নির্বাচন

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতালকে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে কাজ করতে চায় ডা. আঞ্জুমান আরা ইসলাম-ডা. আরিফুল আমিন পরিষদ। আজ অনুষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সমপন্ন করেছে ডা. আঞ্জুমান আরা ইসলাম- ডা. আরিফুল আমিন প্যানেল।
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার পর থেকে হাসপাতালের আজীবন সদস্য, চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিকসহ বিভিন্ন গুণীজনদের সাথে সাক্ষাৎ করেন তারা। নির্বাচন পরিচালনা কমিটির এজেন্টদের প্রশিক্ষণের মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি সমপন্ন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ডা. আঞ্জুমান-আরা ইসলাম ও ডা. মো. আরিফুল আমীন পরিষদের প্রেসিডেট পদপ্রার্থী ডা. আঞ্জুমান আরা ইসলাম, জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী ডা. মো. আরিফুল আমীন, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আবুল হোসেন, ডা. এম মাহফুজুর রহমান, জয়েন্ট জেনারেল সেক্রেটারি রেখা আলম, ট্রেজারার পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার ডা. মো. লিয়াকত আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড কালচারাল পদপ্রার্থী মো. জাহিদুল হাসান, মেম্বার পদপার্থী এয়াসিন চৌধুরী, ওসমান গনি মনসুর, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, গোলাম বাকী মাসুদ, ছৈয়দ ছগির আহমেদ, নজমুল হক ডিউক, মো. নজরুল করিম চৌধুরী, সৈয়দ নুর নবী লিটন, মোহাম্মদ রাশেদুল আমিন, ডা. হোসেন আহম্মদ, ডা. দুলাল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধনের কবিতায় কথা কই
পরবর্তী নিবন্ধধলঘাটে কলেজ ছাত্রের আত্মহত্যা