বোধনের কবিতায় কথা কই

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রণজিৎ রক্ষিত আবৃত্তিশিল্পের অপরিহার্য নাম। তিনি এ শিল্পে জ্বলজ্বল হয়ে থাকবেন। আমরা যখন বটবৃক্ষের সন্ধানে ছুটে চলেছি তখন রণজিৎ রক্ষিতকে পেয়েছি। তিনি সাংগঠনিক চর্চা ও শিল্পের উত্তরণে নিজেকে আজীবন সমর্পণ করেছে। গতকাল শুক্রবার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে কবিতায় কথা কই ২৭৫ পর্বে রণজিৎ রক্ষিতের স্মরণে অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করেছে কবিতায় কথা কই ২৭৫ পর্ব। বোধনের আবৃত্তিশিল্পীদের পাশাপাশি আবৃত্তির বন্ধুপ্রতীম সংগঠনের আবৃত্তিশিল্পীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অর্ঘ্যে আবৃত্তি পরিবেশন করেছে। কথামালা পর্বে অতিথি ছিলেন অধ্যাপক হোসাইন কবির, শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির, সাংবাদিক মিন্টু চৌধুরী, সাংবাদিক প্রণব বল। আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা তাদের কবিতার পরিবেশনায় রণজিৎ রক্ষিতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। এ পর্যায়ে ছিলেন রাশেদ হাসান, হাসান জাহাঙ্গীর, নিশাত হাসিনা শিরিন, মশরুর হোসেন, তাসকিয়া নূর তানিয়া, সেলিম রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্য দেন, বোধন সহ সভাপতি সুবর্ণা চৌধুরী। এরপর পলি ঘোষ ও বিজয় শংকর বড়ুয়ার সঞ্চালনায় কবিতা ও কথামালার আলোকে সমাজ, রাষ্ট্র ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট উঠে আসে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমএসএস আব্দুল বারী বালিকা বিদ্যালয়ে সভা
পরবর্তী নিবন্ধডা. আঞ্জুমান আরা-আরিফুল আমিন পরিষদের এজেন্ট সভা