ড. ইউনূসকে ওবামার চিঠি

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল রোববার ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি নিয়ে পোস্ট করা হয়েছে। ওই পোস্টে ওবামার দেওয়া চিঠি ও তার ছবি যুক্ত করা হয়েছে। গত ১৭ আগস্ট ড. ইউনূসের নামে এ চিঠিটি পাঠান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর বাংলানিউজের।

চিঠিতে বারাক ওবামা বলেছেন, দীর্ঘদিন ধরে লোকেদের তাদের পরিবার ও সমপ্রদায়কে দারিদ্র্য থেকে মুক্তির উপায় বের করার মাধ্যমে জনগণকে ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। ২০০৯ সালে হোয়াইট হাউজে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কাজ লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনা কল্পনা করতে অনুপ্রাণিত করেছে। এ সময় তিনি ইউনূসের গলায় নিজহাতে তার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পরিয়ে দেওয়ার কথা স্মরণ করেন।

ওবামা আরও লিখেছেন, আমি আশা করি এটি আপনাকে জানার শক্তি দেবে, আপনি যাদের সম্ভাবনায় বিনিয়োগ করেছেন ও আমরা যারা সবার জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি, তারা আপনার সম্পর্কে ভাবছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করার স্বাধীনতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ১ সেপ্টেম্বর ক্বণন’র সনদ প্রদান ও মা-কে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামীতেও জয় হবে নৌকার